The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার

ডেস্ক রিপোর্ট: মাঠের খেলা থেকে দূরে থাকলেও নেইমার তার বিলাসী জীবনকে আষ্টেপৃষ্টে ধরেছেন যেনো। ক’দিন আগে মেসির শহর মায়ামিতের জমি কিনেছিলেন। এবার দুবাইয়ের সবচে দামী বাড়ি কিনলেন। বিখ্যাত বুগাতি রেসিডেন্সে ২০ কোটি দিরহামে পেন্টহাউজ (ভবনের ওপরের কক্ষ বা ফ্ল্যাট) কিনেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, বাংলাদেশি মুদ্রায় যা ৬৫০ কোটি টাকার সমান।

দুবাইয়ের বিজনেস বে অঞ্চলে বুগাতি রেসিডেন্স বুগাতি-ব্র্যান্ডেড আবাসন প্রকল্প যা মূলত উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়। নেইমারের কেনা পেন্টহাউসটি প্রকল্পের ‘স্কাই ম্যানশন’ কালেকশনের অংশ। এর বিশেষ বৈশিষ্ট্য হলো লিফটে করে গাড়ি সরাসরি পেন্টহাউসে তুলে দেয়। ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত; আছে সুইমিং পুল, ফিটনেস ক্লাব, গাড়ি পার্কিংয়ের বিলাসবহুল ব্যবস্থা। এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এর নির্মাণকাজ শেষ হতে আরও সাড়ে তিন বছর সময় লাগবে।

দুবাইয়ের রিয়েল এস্টেট বাজার ধীরে ধীরে উচ্চ নেট মূল্যের ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হচ্ছে। নাইট ফ্র্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে দুবাইতে ৪,৬০০টিরও বেশি ব্র্যান্ডেড আবাসিক ইউনিট তৈরি হবে।

নেইমার জুনিয়রের এই নতুন বিনিয়োগ দুবাইয়ের বিলাসবহুল আবাসন প্রকল্পগুলোর প্রতি বৈশ্বিক আকর্ষণকেই তুলে ধরে। ফুটবল মাঠে যেমন তিনি তারকা, তেমনি জীবনযাপনের ক্ষেত্রেও তিনি অনন্য উদাহরণ তৈরি করছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.