The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

পাঁচ দফা দাবিতে বাঙলা কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি

বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজ। কলেজটির রয়েছে ২৫ একরের সুবিশাল ক্যাম্পাস, সু-উচ্চ আট(৮)টি একাডেমিক ভবন, দুটো ছাত্রাবাস, একটি নিজস্ব মসজিদ এবং পনেরো সহস্রাধিক শিক্ষার্থী। অথচ, এতোবড়ো ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যান্টিন, নেই কোনো নিজস্ব পরিবহন ব্যাবস্থা।
দুটো ছাত্রাবাসের একটি (প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস) চালু থাকলেও ছাত্রাবাসে নেই কোনো ডাইনিং। ফলে এখানকার ১৫০ আবাসিক শিক্ষার্থীর খাবার নিয়ে প্রতিনিয়ত পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

অনাবাসিক শিক্ষার্থীদেরও সকাল আট(৮)টা থেকে বিকেল তিন(৩)টা পর্যন্ত ক্লাস শিডিউল থাকায় দিনের একটা দীর্ঘ সময় তাদেরকে কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে হয়। এ সময়টাতে, কলেজ ক্যাম্পাসে নিজস্ব ক্যান্টিন তা থাকার ফলে শিক্ষার্থীদের বাইরের খাবার খেতে হয়। ফুটপাতের দোকানে তৈরী এসব মানহীন খাবার খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছেন শিক্ষার্থীরা।
অপরদিকে, নিজস্ব পরিবহন ব্যাবস্থা না থাকায় শিক্ষার্থীদের প্রায় সময়েই গণপরিবহনে হয়রানীর শিকার হতে হয়। নারী শিক্ষার্থীরা সাধারণত যৌন হয়রানীসহ শারীরিক এবং মোখিকভাবে হয়রানীর শিকার হন প্রায়শঃ। শিক্ষার্থীরা সাথে বাস মালিক কিংবা চালকদের বাক-বিতন্ডার ঘটনাও কম ঘটে নি। অসংখ্যবার ঘটেছে শিক্ষার্থীদের হেনস্থার জেরে বাস আটকানোর মতো ঘটনা-ও।

এসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উল্লেখ করে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ’র কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছে সরকারি বাঙলা কলেজস্থ সাভার ছাত্রকল্যাণ পরিষদ।
দাবীসমূহ হলো:
১. অতিদ্রুত সাভার-ধামরাই সহ অন্যান্য রুটের দূর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট রুটে কলেজ বাসের ব্যাবস্থা করা।
২. শিক্ষার্থীদের জন্য অনতিবিলম্বে কলেজ ক্যাম্পাসে মানসম্পন্ন ক্যান্টিন স্থাপন করা।
৩. দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ছাত্রাবাস চালু করা এবং প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাসের ডাইনিং চালু করা।
৪. কলেজের লেকের পানিদূষণ সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিতকরণ এবং লেককে পরিষ্কার করে দৃষ্টিনন্দন করা।
৫. সকল বিভাগে নিয়মিত ও মানসম্পন্ন ক্লাস নিশ্চিত করা।
এ সময় সংগঠনটিকর নবগঠিত কমিটির সদস্যরা অধ্যক্ষ এবং উপাধ্যাক্ষকে মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

স্মারকলিপি হস্তান্তর সম্পর্কে বাঙলা কলেস্থ সাভার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মহিব্বুল্লাহ মহিব বলেন, ‘সরকারি বাঙলা কলেজের পরিবহণ এবং ক্যান্টিস সমস্যা দীর্ঘদিনের। নিজস্ব পরিবহন ব্যাবস্থা না থাকায় ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত গণপরিবহনে হয়রানীর শিকার হন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশী সমস্যার সম্মুখীন হন। হাফ-ভাড়া সংক্রান্ত ইস্যুতে প্রায় সময়েই ছাত্রদের সাথে বাস মালিকদের সমস্যার সৃষ্টি হয়। অপরদিকে কলেজ ক্যাম্পাসে কোনো ক্যান্টিন না থাকায় বাইরের খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সাথে আলোচনা করেছি। আশা করছি শীঘ্রই আমরা এর সমাধান দেখতে পাবো।’

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাওন বলেন, ‘কলেজ ক্যাম্পাসে অবস্থিত লেক(হ্রদ)টির অবস্থা করুণ। চারদিক থেকে ময়লা ফেলার কারণে লেকের পানি দুষিত হয়ে পড়েছে। দূষিত পানি থেকে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে আশেপাশের ভবনগুলোতে ক্লাস করা কষ্টকর হয়ে যায়। আমরা অধ্যাক্ষ মহোদয়ের সাথে এসব বিষয়ের সংস্কার নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি আমাদের ক্যান্টিং, হোস্টেলের ডাইনিং, পরিবহন ব্যাবস্থা এবং নিয়মিত ক্লাস তদারকি ইত্যাদির ব্যাপারেও পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছি। আমরা আশাবাদী, কলেজ প্রশাসন এসব সমস্যার সমাধান করবে। ’

You might also like
Leave A Reply

Your email address will not be published.