The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

‘নেইমারকে দলে চাই না, এটা ক্লাব কোনো হাসপাতাল নয়’

ডেস্ক রিপোর্ট: চোটে জর্জরিত ব্রাজিল সুপারস্টার নেইমারের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী জুনে নাকি সৌদি ক্লাব আল হিলাল তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না। এরপর নেইমার নাকি নিজ দেশের কোনো ক্লাবে যোগদান করবেন। এই গুঞ্জনে আলোচিত দুই ব্রাজিলের ক্লাব হলো সান্তোস আর পালমেইরাস।

ক্লাব দুটির মধ্যে সান্তোস হলো নেইমারের শৈশবের ক্লাব। ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সান্তোস কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। কিন্তু পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা যা বললেন, সেটা শুনলে নেইমার অপমানিত বোধ করবেন। ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী চোটজর্জর নেইমারকে দলে নেবেন না বলে মন্তব্য করেছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেছেন, ‘নেইমারকে আমি পালমেইরাসে চাই না। এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন কাউকে দলে নেব, যে দ্রুত সময়ে এসে ক্লাবে যোগ দিতে পারবে; ম্যানেজার চাইলে আগামীকালই মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আমি কোনো আনফিট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করব না।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। নিজ দেশের সুপারস্টারের সমালচনার পাশাপাশি তাকে প্রশংসায় ভাসিয়েছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, হয়তো সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.