ডেস্ক রিপোর্ট: পূর্ব চীনের ওয়াক্সি শহরের একটি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। তবে হামলাকারী ওই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী।
স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ২১ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ছাত্রের এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে, গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো চীনে এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে এক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া কেন্দ্রে ভীড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হন।
সূত্র: রয়টার্স।