The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪

জিয়াউর রহমানের ছবি পাহারা দিতে হয় না : চসিক মেয়র

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘরকে বন্ধ করে রেখেছিল। জাদুঘর থেকে শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল। শহীদ জিয়ার নাম লেখা যায়, মোছা যায় না। জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ জিয়ার রক্ত মিশে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রে এই সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন তিনি। সার্কিট হাউস শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। তারা সবার কাছ থেকে জিয়াকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। শহীদ জিয়ার নাম রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরীস্থ জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বরণের বেদনা সিক্ত জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের দিনব্যাপী কর্মসূচিতে এতিম শিশুদের অংশগ্রহণে কোরানখানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিপ্লব উদ্যান থেকে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।

জিয়াউর রহমানের ছবি পাহারা দিতে হয় না মন্তব্য করে তিনি বলেন, দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছে। জিয়ার জীবনের শুরুই এই চট্টগ্রামে, শেষও এই চট্টগ্রামে। তিনি বলতেন স্লোগানে মুক্তি আসবে না। আমাদের উৎপাদনমুখী হতে হবে। কর্মমুখী হতে হবে। প্রত্যেকটি মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে।কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.