The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪

ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত সংগঠন : সেক্রেটারি জেনারেল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শতভাগ মাদকমুক্ত একটি সংগঠন। আমাদের এই সংগঠনের কোনো দায়িত্বশীল মাদক গ্রহণ করেন না। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক প্রোগ্রামে এ কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা যায়নি। দেশের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রশিবির সম্পর্কে জানতে পারেনি। আমরা কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে বলি না, ছাত্রশিবির করতে হবে। সকলে দলে দলে এসে শিবিরে যোগ দেবে এমনটাও চাই না। আমরা চাই মানুষ হিসেবে আপনারা নীতি-নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ বজায় রাখেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে ভালো কাজ করতে আমরা অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানাই। আমরা সবাইকেই বলব, আপনারা শিক্ষার্থীদের নিয়ে ভালো ভালো ও শিক্ষার্থীবান্ধব কাজ করেন। আর ক্যাম্পাসগুলোকে মাদকমুক্ত করে গড়ে তোলেন। কেননা, মাদক একজন শিক্ষার্থীকে পুরোপুরি ধ্বংস করে দেয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.