ঢাকা কলেজ সংবাদদাতা: ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, হল সংস্কার, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সাহসিকতা গ্রাফিতি প্রদর্শন নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ঢাকা কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সুষ্ঠভাবে বাস্তবায়নে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন অধ্যক্ষ মহোদয়।
অধ্যক্ষ এ কে এম ইলিয়াস শিক্ষার্থীদের আশ্বস্ত করে তাদের দাবির প্রেক্ষিতে বলেন, এই বয়সে তোমাদের মেয়ে নিয়ে অনুষ্ঠান করার কথা ছিল। সেখানে তোমরাই বহিরাগত মেয়েদের থাকার ব্যাপারে আপত্তি করছো, এতে আমাদের কোন কথা নেই। এই অনুষ্ঠানে বহিরাগত কোন মেয়ে থাকতে পারবে না। এখানে শুধু ঢাকা কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা থাকবে। এটা হবে বর্তমান এবং প্রাক্তনদের মিলনমেলা।
তিনি আরও বলেন, ডেঙ্গু মশা নিধনে সপ্তাহে ১ দিন করে প্রয়োজনে ২-৩ দিন পরিষ্কার অভিযান এবং স্প্রে করা হবে। সিসি ক্যামেরার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে।