কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চালু হচ্ছে ডক্টর অব ফিলোসোফি(পিএইচডি) ও মাস্টার অব ফিলোসোফি (এমফিল) প্রোগ্রাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৮২তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।
রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন,একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক যে বিভাগগুলো পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালু করতে চায় সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।