ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগর পুলিশের নয়া কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, পুলিশ সরকারের আশকারা পেয়ে দানব হয়ে গিয়েছিল। পুলিশ বলে বেড়াত আমরা সরকার বানাই। বলতো আমরা এমপি বানাই, মন্ত্রী বানাই! কি লজ্বার কথা। সেই পুলিশ কি টিকতে পেরেছে? পারে নাই। কিন্তু আমি মানুষকে প্রকৃত পুলিশের সেবা দিতে চাই। গাজীপুর মহানগর পুলিশকে জনগণের পুলিশে পরিণত করতে চাই। যাতে মানুষ পুলিশ দেখলে ভরসা পায়, মানুষের মনে বিশ্বাস জাগে, আমি এমন পুলিশ হয়ে কাজ করতে চাই।
বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
নয়া কমিশনার বলেন, একটা সময় আমরা কথা বলতে পারতাম না। প্রায় ১৬ বছর পরে আজ আমরা প্রাণ ভরে, মনখূলে কথা বলতে পারছি। এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আরো বলেন, পুলিশের কাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমের দুর্বলতা বা সমাজের অস্থিরতার মধ্যে পুলিশের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই পুলিশকে আরও সাহসী এবং শক্তিশালী হতে, যাতে তারা অপরাধীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে পারে।
ড. মো. নাজমুল করিম খান, আপনারা সঠিক ও বস্থুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। যাতে আমরা সমাজের প্রকৃত অবস্থা জানতে পারি। এসময় তিনি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।
পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি গাজীপুরে যথাযথ পুলিশিংটা করতে চাই। তিনি অপরাধীদের হুশিয়ারি দিয়ে বলেন, যদি কোন এলাকায় ছিনতাইকারীরা এলাকায় অপরাধ করতে চায়, তাহলে তাদের জীবনের ঝুকি নিতে হবে। আমি অপরাধ দমনে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করব। তাদের প্রতিরোধ প্রয়োজনে জীবন বাঝি রেখে কাজ করব। অতএব, ছিনতাইকারীকেও ছিনতাই করতে হলে আমার মত জীবনের ঝুকি নিতে হবে। যারাই অপরাধ করতে চেষ্টা করবে, তারাই ঝুকির মধ্যে থাকবে।
গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. মো. নাজমুল করিম খানকে জিএমপির নয়া কমিশনার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে নয়া কমিশনার ড. মো. নাজমুল করিম খান জিএমপি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন।