ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারতীয় গণমাধ্যম আমাদের সম্বন্ধে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি, তা রেক্টিফাই করতে বলুন, কিন্তু মিথ্যা রিপোর্ট দেওয়া থেকে বিরত থাকুন।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে। এখন তারা সত্যি রিপোর্টও দিলে সেটাও সবাই মিথ্যা ভাববে। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন এবং এ ব্যাপারে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে থাকুন।’
বরিশাল পরিদর্শনের বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘দায়িত্ব নেয়ার পর এটাই আমার বরিশালে প্রথম পরিদর্শন। এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি, অন্যান্য জায়গার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, এটার জন্য সবাই চেষ্টা করবেন। রাস্তা ব্লক না করে তাদের দাবি দাওয়া সঠিক চ্যানেলে উপস্থাপন করা হলে ভালো হয়।’সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘এবারে অবশ্যই একটি সুরাহা হবে। এখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে এবং আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিম গঠন করা হয়েছে।’