The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪

ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাভাবিপ্রবিতে উপদেষ্টা আসিফ মাহমুদ

মাভাবিপ্রবি প্রতিনিধি: গণআন্দোলন ও গণমানুষের রাজনীতির প্রাণপুরুষ স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে “‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক” আলোচনা সভায় অংশ নিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

আজ ১৩ নভেম্বর ২০২৪ (বুধবার) বিকাল ৩ ঘটিকায় মাভাবিপ্রবির দরবার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পাশাপাশি প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
আরও উপস্থিত ছিলেন আখতার হোসেন সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, আরিফ সোহেল সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
মাসুদুর রহমান রাসেল সদস্য সচিব, মওলানা ভাসানী পাঠচক্র, মাহমুদুল হক সানু মহাসচিব, ভাসানী ফাউন্ডেশন।

আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেন, “আমাদের পিতা একজন নয়। অনেকের অবদান রয়েছে দেশ গঠনে। তার মধ্যে অন্যতম মাওলানা ভাসানী। পাশাপাশি তিনি টাঙাইল স্টেডিয়ামের নাম শহিদ মারুফ স্টেডিয়াম নামকরণের কথা জানান।

অনুষ্ঠানটির আয়োজনে ছিল মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটি, টাঙ্গাইল জেলা।

মো.জাহিদ হোসেন/

You might also like
Leave A Reply

Your email address will not be published.