কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া দ্বিতীয় মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ওই দুজনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।
কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইমুল হক রিংকু বলেন, এ কে এম শহীদুল হক ও যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আদালতে হাজির করা হলে প্রথমে তাদের ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত আবেদন গ্রহণ করে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে বাসে পেট্রলবোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আবুল খায়ের নামের এক ব্যক্ত বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা করেন। এতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও র্যাবের তৎকালীন মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, থানার তৎকালীন ওসিসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।