The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত বের হয়ে আসে -উপ-উপাচার্য

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচের Protagoras-53 অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ পর্বে প্রধান অতিথির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন বির্তক একটা শিল্প। এই শিল্পে যুক্তি- তর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত বের হয়ে আসে। রাষ্ট্র ও সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় বির্তক খুব ফলপ্রসূ মাধ্যম হতে পারে।

উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বির্তক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী রেহানা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন জেইউডিএস এর প্রধান উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। গত ৯ নভেম্বর শুরু হওয়া দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবংয় বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং অনলাইন পোস্টার ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে প্রতিটি নবীন বিতার্কিক দলের সাথে জেইউডিএস-এর ৫২.৫১, ৫০ ও ৪৯ তম ব্যাচের একজন করে বিতার্কিক প্রশিক্ষক বা মেন্টর হিসেবে তাদের সহযোগিতা করেন। প্রাথমিক পর্ব থেকে ৪টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। নভেম্বর বিকাল তিনটায় বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার সাথে সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। পাঁচটায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে নবীন বিতর্কের ফাইনাল এবং বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ডেথ ইটার্স দল চ্যাম্পিয়ন হয়। কুইডিচ সিকার্স দল রানার্সআপ হয়। মোয়াজ হাসান ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট এবং তরিকুল ইসলাম নাজিম ডিবেটার অফ দ্যা ফাইনাল পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে ইংরেজি এবং বাংলা পাবলিক স্পিকিং, সেরা পোস্টার ডিজাইন এবং স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের পর জেইউডিএস-এর সদস্য এবং ৫৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.