The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

রোহিত-গম্ভীরকে টানা ৬ ঘণ্টা জেরা বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় ক্রিকেটে তোলপাড় চলছে। সাধারণত কোনো সিরিজ বা টুর্নামেন্ট শেষে পারফর্মেন্স পর্যালোচনা করা হয়। কিন্তু ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যা হয়েছে- সেটা আরও অনেক বেশি কিছু। টানা ছয় ঘণ্টা তাদেরকে রীতিমতো জেরা করেছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা!

ভারতীয় মিডিয়া জানিয়েছে, কোচ এবং অধিনায়কের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে অসংখ্য প্রশ্নের জবাব দিতে হয়েছে। তাদেরকে রীতিমতো ‘জেরা’ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

পিটিআই জানিয়েছে, রাহুল দ্রাবিড়ের সময়ে ভারত ঘরের মাটিতে পেস-বান্ধব উইকেটে খেলায় মনোযোগ দিয়েছিল। কিন্তু গম্ভীর যুগে আবারও কেন বেশি টার্নিং উইকেট কেন বানানো হয়েছে- বৈঠকে এমন প্রশ্ন উঠেছিল। টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই ব্যক্তি। গম্ভীরের কোচিং ধরন, যশপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল- সব প্রশ্নই উঠেছে।

বিসিসিআইয়ের একটি সূত্র পরিচয় গোপন রেখে পিটিআইকে বলেছে, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে। বুমরাকে বিশ্রাম দেওয়া, র‍্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এসব নিয়ে আলোচনা হয়েছে।’

ভারতের পরবর্তী মিশন ২২ নভেম্বর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে তারা হেরে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হবে না। ভারতীয় মিডিয়ায় গুঞ্জন ছিল, গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু বৈঠকে রজার বিনি ও জয় শাহ আগারকার-গম্ভীর আর রোহিতকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.