The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান নৌ উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মেরিন ও অফশোর শি‌ল্প খাতে অপার সম্ভাবনা রয়েছে। তাই এই খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বৃহস্প‌তিবার রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী আন্তার্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো- (বিমক্স ২০২৪)’ উদ্বোধনকা‌লে তি‌নি এ আহ্বান জানান।

এম সাখাওয়াত বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে নদীমাতৃক দেশ; আমাদের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ নদী ও সমুদ্রের সঙ্গে সংযুক্ত। এখানে প্রচুর সমুদ্র সম্পদ ও বিশাল শ্রমশক্তি রয়েছে। এখানে যারা বিনিয়োগ করবে তারাই সফল হবে।

নৌ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজের দিক দিয়ে খুবই স্বচ্ছ। এখন সব ধরনের সুযোগ সুবিধা উন্মুক্ত। তাই দেশি-বিদেশি উদ্যোক্তাদের বলবো এখনই সময়, এই খাতে বিনিয়োগ করেন। যারা এখানে বিনিয়োগ করতে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করব।

ষষ্ঠবারের মতো আয়ো‌জিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড টেকনোলজি, শিপ রিসাইকেলিং, শিপ-ব্রেকিং ইকুইপমেন্ট, ফিশিং ভেসেলস ফিশারি এবং প্রসেস অটোমেশ, বন্দর ও এর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও টেকনোলজি তু‌লে ধরা হ‌য়ে‌ছে। প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকা‌রি প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আখতার হুসাইন, ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার,

নেদারল্যান্ডস দূতাবাস ঢাকা মিশনের প্রধান আন্দ্রে কারস্টেন্স, সুইডেন দূতাবাসের রাজনৈতিক, বাণিজ্য ও যোগাযোগ বিভাগের প্রধান মিস লোভিসা হফম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহেল বারী, আকিজ গ্রুপের প‌রিচালক এবং আকিজ মোটরসের সিইও আমিনুদ্দিন, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.