আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদে বসার আগেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ খবর জানিয়েছে রয়টার্স।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাংবাদিকদের জানিয়েছেন, জাপান সময় বৃহস্পতিবার সকালে তিনি ট্রাম্পের সঙ্গে পাঁচ মিনিটের ফোনালাপ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে সম্মত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন রয়টার্সকে জানান, আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে জি-২০ বৃহৎ অর্থনীতির দেশগুলোর শীর্ষ সম্মেলনের পরই ইশিবা ও ট্রাম্পের মধ্যে বৈঠকের আয়োজন করতে চায় জাপান। আরেক সূত্রও একই তথ্য জানিয়েছেন। যদিও ট্রাম্পের কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ইশিবা মূলত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের উদাহরণ অনুসরণ করতে চান, যিনি ২০১৬ সালের নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম বিদেশি নেতা। ২০২২ সালে খুন হওয়া শিনজো ওই নির্বাচনের এক সপ্তাহ পর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে তড়িঘড়ি করে বৈঠক করেন।
শিনজো আবে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন। মঙ্গলবারের মার্কিন নির্বাচনের আগেও জাপানি কর্মকর্তারা ট্রাম্পের ঘনিষ্ঠ লোকদের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করছিলেন।