The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধ হচ্ছে : ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সরকারি টাকায় ফ্রি হজযাত্রা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সকালে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করে।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, বিগত সময়ে অনেক কর্মকর্তা সরকারি টাকায় বিনামূল্যে হজযাত্রা করেছেন। এবার থেকে তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান-সম্প্রীতির আবহ তৈরির মাধ্যমে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের অন্যান্য ধর্মের অনুসারীরা নিরাপদে আছেন। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে কুরআন ও হাদিসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রমাণিকতার বিভিন্ন দিক, কুরআন হতে সুন্নাহর প্রমাণিকতা, শরিয়তের উৎস হিসেবে সুন্নাহ বিশ্লেষণে পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুব-উল-হক মজুমদার।

সম্মেলনে সারা দেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.