The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের গণসংযোগ

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৩ আগষ্ট ছাত্র রাজনীতি সহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনগুলো তাদের প্রকাশ্য কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই নিষিদ্ধাজ্ঞা উপেক্ষা করে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের এমন প্রকাশ্য কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে তারা ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

কিন্তু আজ রোববার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পশ্চিমে মুক্তমঞ্চের পাশে শিক্ষার্থীদের মাঝে এ গণসংযোগ চালায় ছাত্রদল। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান আরিফ উপস্থিত ছিলেন।

এ সময় তারা শিক্ষার্থীদের সামনে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি তাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘গৌরবোজ্জ্বল অতীত; সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সংবলিত দুটি ছোট বই বিলি করেন।

সকালে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫০ জনের মত নেতা-কর্মীরা জড়ো হন। এরপর কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসলে তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর কর্মীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নেন। প্রায় এক ঘন্টার গণসংযোগকালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদল নিয়ে মতামত শোনেন, এরপর ছাত্রদলের দলীয় কর্মসূচী নিয়ে শিক্ষার্থীদের বুঝানো হয়।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের এমন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাসে এভাবে গণসংযোগ করা এবং দলের বই-পুস্তক বিতরণ করা বিশ্ববিদ্যালয়ের আইনভঙ্গের শামিল।

পাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা সবাই জানে। ছাত্রদলের উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা রাখা কিন্তু তারা সেটা না করে প্রকাশ্যে আজকে গণসংযোগ করেছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু নামেই রাজনীতি করেছে কিন্তু আমরা এর বাস্তব কোন প্রতিফলন দেখতে পাইনা। আজকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসে গণসংযোগ করবেন এটা নিশ্চয়ই তাদের অজানা থাকার কথা নয় কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি, এটা সাধারণ শিক্ষার্থীদের কাছে বেশ হতাশাজনক।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনজু আলম বলেন, ‘ক্যাম্পাসে রাজনীতির প্রবেশ এটা কোনভাবেই কাম্য নয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এমন কর্মকান্ডকে সমর্থন করতে পারছিনা। শিক্ষার্থীদের ব্যক্তিগত মতাদর্শ থাকবে সেটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কোন আপত্তি নাই। কিন্তু আমরা ক্যম্পাসের অভ্যন্তরে কোন রাজনীতি চাইনা। ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে, আমরা চাই সকল দল এই সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুক।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘আমি এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে আছি। আমি বিষয়টা মাত্র জানলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার বিষয়টিকে সমর্থন করেনা। আমি ক্যাম্পাসে এসে বিষয়টার তদন্ত করবো এবং কারা এটার সাথে জড়িত সেটা আমরা খুঁজে বের করবো।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.