ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সড়কে ফুটওভার ব্রিজ নির্মান, রেলিংসহ ফুটপাত নির্মান, স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, জেব্রা ক্রসিং স্থাপন, গতি সীমা নির্ধারণ ও মহাসড়কে লাইটিংয়ের ব্যবস্থা করা।
৩ নভেম্বর সকালে এ কাজের অগ্রগতি পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।
এসময় তিনি সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধিদলকে সাথে নিয়ে ফুটওভার ব্রিজ নির্মানের সম্ভাব্য স্থান পরিদর্শনসহ উপরোক্ত কাজের বিষয়ে খোঁজখবর নেন। একইসাথে অতি অল্প সময়ের মধ্যে যাতে এ সড়কটিতে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, জেব্রা ক্রসিং স্থাপন, গাড়ির গতি সীমা নির্ধারণের বিষয়ে সড়ক ও জনপদ অফিসের প্রতিনিধি দলকে তাগিদ দেন।
এছাড়াও সড়কটিতে যাতে দ্রুত লাইটিংয়ের ব্যবস্থা করা হয় তার জন্য পল্লিবিদ্যুৎ অফিসের সাথেও কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবিষয়ে আজ কালের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে মর্মে আশ্বস্ত করা হয়েছে সংশ্লিষ্ট অফিসের পক্ষ থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে কথা বলেন উপাচার্য মহোদয় এবং দুর্ঘটনা রোধে তাদের সর্বাত্রাক সহায়তা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক, সহকারী প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম, উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীনসহ সংশ্লিষ্ট অফিসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। উপাচার্য মহোদয় সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে রাস্তা পারাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।