The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২রা নভেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে আইসিটি বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাকাডেমিক ভবনে কেক কেটে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

র‌্যালী শেষে ক্যাম্পাসস্থ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে করা হয় দোয়া ও মোনাজাত।

এসময় মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন-চেয়ারম্যান-শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অ্যালামনাই উপস্থিত ছিলেন।

নবীনদের উদ্দেশ্য এলামনাই সভাপতি ড. মো. বদরুল আলম মিয়া বলেন, “নিজের উপর বিশ্বাস রাখুন, স্থিতিশীল থাকুন এবং শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আইসিটি বিশ্ব আপনার অবদানের জন্য অপেক্ষা করছে, এবং আপনি যা করবেন তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি না।”

পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় । এরপর অ্যালামনাই বিভাগের শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক বিষয়ে আলোচনা, বিভাগের উন্নয়নে অ্যালুমনিদের সহযোগিতা ও প্রস্তাবনা, অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মিট-আপ ও ইন্ডাস্ট্রি সম্পর্কিত আলোচনা এবং পরবর্তী অ্যালুমনি কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.