জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) নিষিদ্ধ প্রস্তাবের ৩৫ বছর পর আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করে গত মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনটির জাবি শাখা থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আত্মপ্রকাশে আসে তারা। এ বিজ্ঞপ্তিতে সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব এর নাম প্রকাশ্যে আসে।
মহিবুর রহমান মুহিব বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার রুমমেট ছিলেন মাহাদী হাসান। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও শিবির সাধারণ সম্পাদকের রাজনীতি সম্পর্কে কিছুই জানতেন না বলে জানিয়েছেন মাহাদী হাসান।
এক সাক্ষাতকারে মাহাদী হাসান বলেন, জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুহিব আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু। আমরা একসাথে একই রুমে দীর্ঘ সময় কাটিয়েছি। আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে! মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু। রাতে পড়াশোনার পর আমরা একসাথে আড্ডা দিতাম। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ চলতো। এমনকি তার অনেক ব্যক্তিগত বিষয়ও আমার সাথে শেয়ার করতেন। তবে রাজনৈতিক আলাপ তেমন হতো না। এতোদিন একসাথে থাকার পর তাঁর রাজনৈতিক পরিচয়টা আমি জানতে পারিনি। রুমে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সে। সন্ধ্যার দিকে ক্যাম্পাসে বের হতেন। সবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল।