The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে নোবিপ্রবিতে বিক্ষোভ 

আবদুল্লাহ আল তৌহিদ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) রাত ৯.৩০ এ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পত্রিকা দুটি পুড়িয়েও প্রতিবাদ জানান।

সরজমিনে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা নোবিপ্রবি সালাম হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। “বয়কট বয়কট; প্রথম আলো বয়কট” বয়কট বয়কট; দিল্লি স্টার বয়কট “প্রথম আলোর ঠিকানা;এই ক্যাম্পাসে হবে না “ডেইলি স্টারের ঠিকানা; এই ক্যাম্পাসে হবে না” স্লোগান দিতে দিতে পরে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, বিভাগ ও হল থেকে তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে বয়কটের দাবি জানান। পাশাপাশি প্রথম আলোর আদর্শিক সহযোগী সংগঠন প্রথম আলো বন্ধুসভাকে নোবিপ্রবি ক্যাম্পাসে নিষিদ্ধের দাবী করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ।

এ সময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, প্রথম আলো, ডেইলি স্টার সবসময় ফ্যাসিস্টের সহযোগি হিসেবে কাজ করছে। তারা কখনো বলেনি ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। আমরা বলে দিতে চাই, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলব। তাদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দীর্ঘদিন ধরে স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক সংবাদ প্রচার করে আসছে। তারা ভারতের দালাল হয়ে কাজ করেছে।

জুলাই বিপ্লবে আন্দোলনের বিরোধিতা করেছে এমন অভিযোগ তুলে আরেক শিক্ষার্থী বলেন,এই পত্রিকা গুলো জুলাই বিপ্লবেও আন্দোলনের বিরোধিতা করেছে। তারা দীর্ঘদিন জাতিকে বোকা বানানোর চেষ্টা করেছে। আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছে। কোনো হত্যাকাণ্ড কোথায় চালাতে হবে, কাদের গুম করতে হবে, কাদের দমিয়ে রাখতে হবে, আওয়ামী লীগ টিকিয়ে রাখতে হবে, দীর্ঘদিন যাবৎ এ জন্য কাজ করছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.