স্পোর্টস ডেস্ক: গত শনিবার থেকেই গুঞ্জন ছিল যে, তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ম্যাচের আগে প্রধান কোচ ফিল সিমন্স কিংবা তাইজুল ইসলাম কেউই এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি। তবে বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে বিষয়টি কিছুটা নিশ্চিত হয়। চট্টগ্রামে এসে শান্তর সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করার কথা জানান বিসিবি প্রধান, বিশেষ করে শান্তর অধিনায়কত্ব নিয়ে।
তৃতীয় দিনের খেলায় লজ্জাজনক পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত। তার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদের সাথে। সো, এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (মেসেজ দিবে)।” বোর্ড প্রেসিডেন্টের সাথে তার কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শান্ত বলেন, “এখন পর্যন্ত হয়নি।”
সাংবাদিকদের প্রশ্নে শান্ত স্পষ্ট করেন, অধিনায়কত্ব তিনি উপভোগ করেন এবং এটি ছাড়তে চাচ্ছেন না। তার ভাষায়, “আমি এই বিষয়টা সবসময় বলে আসি, আমি যখন এজ লেভেলে ক্রিকেট খেলেছি তখনও আমি অনেক জায়গায় বলেছি, এই জায়গাটা আমি উপভোগ করি। অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি। এবং লাস্ট কয়েকটা সিরিজ যে ছিল মাঠের ভেতরে আমি অনেক উপভোগ করেছি। আমার সবসময়ের একটা ভালো লাগার জায়গা।”
তিনি আরও যোগ করেন যে, অধিনায়কত্বের কারণে ব্যাটিংয়ে তিনি চাপ অনুভব করেন না। শান্ত বলেন, “আমার কাছে একবারও মনে হয়নি আজকে যখন আমি ব্যাট করছিলাম, আমার মনেই হয়নি আমি অধিনায়ক। সবকিছু আমার একাই করতে হবে ক্যাপ্টেন হিসেবে এমন না, আমি জাস্ট বল দেখি আর ব্যাটিং করি।”
মিরপুর টেস্ট, ভারত ও পাকিস্তান সফরসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের ঘটনা প্রায়ই আলোচনার কেন্দ্রে উঠে আসছে। শান্তর আশা, ভবিষ্যতে এসব বিষয় নিয়মের মধ্যে হবে। শান্ত বলেন, “আমি বিশ্বাস করি, সামনে থেকে হবে। সুন্দর একটা নিয়মের মাধ্যমে এই জিনিসগুলো হবে। এটা আমি বিশ্বাস করি।”