The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪

পরিচ্ছন্নতাকর্মীর বেশে সমাবেশে হাজির হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিকে এসে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাবেশে হাজির হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীর বেশে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলে সম্বোধন করে সমালোচনার মুখে পড়েছেন।

যদিও পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ‘বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নয়, বরং সমাবেশে ট্রাম্পের ঘৃণ্য বক্তব্য সম্পর্কে এমন মন্তব্য করেছেন।’

তবে, জো বাইডেন যে কারণেই অমন মন্তব্য করে থাকুন না কেন, সেটিকে কাজে লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আর তার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি ফর্মাল স্যুটের বদলে কমলা রঙ্গের সেফটি ভেস্ট পরে মঞ্চে হাজির হন, যা মূলত পরিচ্ছন্নতাকর্মীরা পরেন।

ওই পোশাক পরে এসে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা আবর্জনা নন। তার সমর্থকরা আমেরিকার ‘হৃদয় ও আত্মা’।

তিনি বলেন, তারা আমাদের পুরো দেশকে আবর্জনার মতো মনে করে এবং দেশকে ক্ষতিগ্রস্ত করতে তারা যেসব ভয়ানক কাজকর্ম করেছেন তার তালিকা করছেন বলেও জানিয়েছেন তিনি।

সমাবেশের আগে ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দর থেকে একটি সাদা ময়লার ট্রাকে তুলে নেওয়া হয়। সেই ট্রাকের গাঁয়ে অংকিত ছিল তার ক্যাম্পেইনের লোগো।

উইসকনসিনে কমালা হ্যারিসের সমালোচনা, ইলন মাস্ক ও সেফটি ভেস্টের প্রশংসা করার সাথে সাথে ট্রাম্প তার মূল প্রতিশ্রুতিগুলো তুলে ধরেছেন।

তিনি দ্রুত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসাকে কর প্রদান থেকে মুক্তিরও আশ্বাস দেন।

ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের এও বলেছেন যে নির্বাচনে যদি কমালা হ্যারিস জয়ী হন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে এবং তাতে লক্ষ লক্ষ মানুষ মরবে।

তার মতে, হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না।

সমাবেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, সে অযোগ্য। সবাই এটা জানে। কেউ তাকে সম্মান করে না, কেউ তাকে বিশ্বাস করে না, কেউ তাকে সিরিয়াসলি নেয় না। তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা মানে লক্ষ লক্ষ মানুষের জীবনের সাথে জুয়া খেলা। তিনি আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন।

এরপর ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টিকে ‘স্যাভেজ মেশিন’ হিসাবে অভিহিত করেন এবং বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েরা শেষ পর্যন্ত একটি অবিরাম যুদ্ধের খসড়া হয়ে যাবে।’

এর কয়েক মিনিট পর তিনি আবার বলেন, তিনি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ’ করবেন। সাবেক এই প্রেসিডেন্ট আমেরিকার সব পরিচ্ছন্নাকর্মীকেও ধন্যবাদ জানিয়েছেন তার বক্তব্যে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.