The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহনকারী বাসটি। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিকদ সম্মেলনে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা।

নেপাল থেকে দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল।

এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরছে মেয়েরা। সকাল থেকেই তাই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য। শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।

এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা বাসে উদযাপন করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এবারো সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.