পাবিপ্রবি সংবাদদাতাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভেঙ্গু প্রতিরোধে উদ্যোগ গ্রহন করেছেন প্রশাসন। বঙ্গবন্ধু হলে একাধিক শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে উদ্যেগ নেওয়া হয়নি। এতে গত ২৬ অক্টোবর রাইজিং ক্যাম্পাসে “পাবিপ্রবিতে ডেঙ্গু আতঙ্ক, উদ্যেগ নেই প্রশাসনের” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এতে ৩০ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু হলের পিছনের ময়লা, আগাছা পরিষ্কার করেন। ফগার মেশিন দিয়ে পুরো ক্যাম্পাসের মশা নিধন করার জন্য ওষুধ ছেটানো হয়।
২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, প্রশাসনের এই উদ্যেগকে সাধুবাদ জানায়। আমাদেরে শিক্ষার্থীদের ও সচেতন হওয়া উচিত। হলের আশে পাশে ময়লা, পলিথিন এসব ফেলা বন্ধ করা উচিত। সকলে ডাস্টবিন ব্যবহার করলে হলের আশেপাশে ময়লা হবে না।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক জানান, শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর শুনেছি। উপাচার্য স্যারের পরামর্শে আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি। ডিসি ও এডিসি মহোদয় সহযোগিতায় ফগার মেশিন পৌরসভা থেকে নিয়ে আসি। ক্যাম্পাসে ১০ লিটার স্প্রে করা হয়েছে। আশা করছি মশার উপদ্রব কমে যাবে। আমরা চাই শিক্ষার্থীরা যাতে সুস্থ থাকে।
এমরান হোসেন তানিম/