বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথমবারের মতো সর্বমোট ১২ জন শিক্ষার্থীকে বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃক বেন টেক মেধাবৃত্তি দেওয়া হয়।
থাইল্যান্ডে অবস্থিত বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে (২১ মার্চ,২০২৪) বুটেক্সের সাথে প্রতিষ্ঠানটির চুক্তি হয়।
এই মেধা-বৃত্তি কার্যক্রমটির মূল লক্ষ্য হচ্ছে উচ্চ শিক্ষার সাথে সম্পর্কিত কিছু আর্থিক বোঝা কমিয়ে প্রতিভাবান বুটেক্স শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা।এমন বৃত্তি টেক্সটাইল ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্যের জন্য একটি সোপান হিসাবে কাজ করবে।
শর্তমতে, বেন টেক মেধা বৃত্তি দেওয়া হবে চলতি বছর হতে ২০২৬ সাল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে একজন করে লেভেল-৩ টার্ম-২ পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী মোট ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্তরা বছরে বিশ হাজার টাকা করে পাবেন। বৃত্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচ হতে শুরু হয়।
এ বছর ৪৬ তম ব্যাচের ১০ টি বিভাগ থেকে ১০ জনকে এই মেধা বৃত্তি দেওয়ার কথা থাকলেও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ২ জন করে শিক্ষার্থীর সিজিপিএ সমান হওয়ায় সর্বমোট ১২ জনকে এই মেধা-বৃত্তি দেওয়া হয়।দুইটি বিভাগে সমান সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা সমানভাগে ভাগ করে দেওয়া হবে।
বেন টেক মেধা বৃত্তি কার্যক্রম সম্পর্কে ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সরকারী অধ্যাপক ড. মোহাম্মদ আববাস উদদীন বলেন, বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেডকে এমন একটি মেধা বৃত্তি কার্যক্রম শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মেধাবৃত্তি কার্যক্রমের স্বল্প সহায়তা শিক্ষার্থীদের আর্থিক, মানসিক এবং ছাত্র জীবনের উন্নতিতে ভূমিকা রাখবে। আমি আশা করি বেন টেকের মত আরও অনেক কেমিক্যাল বা মেশিন কোম্পানিগুলো বুটেক্সে আসবে এবং ইন্ডাস্ট্রি ও শিক্ষার্থীদের স্বার্থে এমন মেধা বৃত্তি কার্যক্রম শুরু করবে।
এ বিষয়ে বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মীর আব্দুল গাফফার বলেন, এই সম্মানজনক বৃত্তি লাভ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞ। আমি উভয় প্রতিষ্ঠানের প্রতি তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, যা আমার শিক্ষাজীবনে অনুপ্রেরণার যোগান দেবে এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।
এ বিষয়ে বুটেক্সের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের আরেক শিক্ষার্থী আফিয়া ইসলাম সামিরা বলেন, বেন টেক মেধা-বৃত্তি পেয়ে অনেক ভাল লাগছে। এই কার্যক্রমে একটি ভাল পরিমাণের টাকা দেওয়া হবে, যা আমাদের আর্থিকভাবে অনেক বেশি সহযোগিতা করবে। তবে এমন মেধা-বৃত্তি আরো বেশি চালু করা উচিত। এতে শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে যেমন আগ্রহী হবে তেমন এটি শিক্ষার্থীদের আর্থিকভাবেও বেশ সহযোগিতা করবে।