The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সায়েন্সেল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা

বাঙলা কলেজ প্রতিনিধিঃ রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এর ফলে বর্তমানে সায়েন্সল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১ টার পর বিভিন্ন কলেজ থেকে এসে ঢাকা কলেজে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর মিছিল সহযোগে তারা সায়েন্সল্যাব মোড়ের দিকে অগ্রসর হন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে `সায়েন্সল্যাব শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষাথীরা। শাটডাউন কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হতে হতে বেলা ১২টা অতিক্রম করে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

কলেজসমূহ হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.