The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

শের-ই বাংলার জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের কৃষি উপকরণ ও ৩১ দফা লিফলেট বিতরণ

ববি প্রতিনিধি: বাংলার কৃষক আন্দোলনের অগ্রদূত শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভুলে গেলেও ভুলে নি ববি শাখা ছাত্রদল কর্মীরা। ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের আয়োজন করেছেন ছাত্রদলের কর্মীরা। ২৮ অক্টোবর (সোমবার) বিকেলে ববি মেইন গেটের সামনে এই কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদল কর্মীরা।

দেশের বিভিন্নস্থানে ২৬ অক্টোবর শের-ই বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী পালন করা হলেও পালিতন হয় নি জন্মভূমির সর্বোচ্চ বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তবে ববির শাখা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি এবং ববি ছাত্রদলের প্রতিষ্ঠাতা শান্তের উদ্যোগে কৃষকদের বীজ বিতরণ এবং বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

এবিষয়ে জান্নাতুল নওরিন উর্মি বলেন, একজন ছাত্রনেতার জন্য শেরে বাংলা বা বাংলার বাঘ হলেন সাহসের অনুপ্রেরণা । এই মহান নেতার জন্ম বরিশালে ১৮৭৩ সালের ২৬ অক্টোবর। সাধারণ মানুষের নেতা হিসাবে, তাদের দুঃখ দূর্দশায় নিজেকে উজাড় করে দিয়েছেন। বিশ শতাব্দির শুরুর দিকে, বাঙালী মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকলেও, তিনিই সরব হয়ে ওঠেন, রাখেন অগ্রণী ভূমিকা। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, কৃষকদের কথা চিন্তা করে কৃষকের দুঃখ মোচনে ঋণ সালিশি আইনসহ কয়েকটি আইন পাস করেন।

আয়োজন সম্পর্কে ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মো: আরিফ হোসাইন শান্ত বলেন, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন ব্রিটিশ ভারত ও পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ ও জননেতা।তিনি বাংলার বাঘ নামেও পরিচিত ছিলেন।রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি তিনি কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন।কৃষকদের অর্থনৈতিক মুক্তি, ঋণ মুক্তির পাশাপাশি জমির অধিকার আদায়ের প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। ১৯৩৭ সালে শেরে বাংলা কৃষকদের অধিকার রক্ষার জন্য “কৃষক প্রজা পার্টি” গঠন করেন। এই পার্টি জমিদারের দ্বারা নিপীড়িত কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.