The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

২৫২ এসআইকে অব্যাহতি: ক্ষোভ ঝাড়লেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেছেন।

আশরাফুল আলম খোকন লেখেন, ‘বছর মেয়াদী ট্রেনিং শেষে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে চূড়ান্তভাবে নিয়োগের ঠিক আগে পুলিশের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঠিক একই কায়দায় বিসিএস ক্যাডারের ৬২ জন এএসপিকে অব্যাহতি দেওয়া হয়। নিশ্চিত থাকেন, ২০ বছর পর হলেও ওনারা এতদিনের সকল বেতন-ভাতা এবং পদোন্নতিসহ চাকুরী ফেরত পাবেন। আগের ইতিহাস তাই বলে। কারণ, তাদের সঙ্গে সম্পূর্ণ বৈষম্য এবং প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে। এই অমানবিক কাজগুলো করার আগে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা উচিত ছিল।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আশরাফুল আলম খোকন লেখেন, ‘যা করছেন, এসব পাপ, পাপের প্রায়শ্চিত্ত অবধারিত। এইসব অমানবিক কাজ না করে চাল, ডাল, তেল, লবন, চিনি, ডিম, কাঁচা মরিচের দাম কমিয়ে যোগ্যতা দেখান।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.