ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগ মোড়ে চাকরি জাতীয়করণের দাবিতে অবরোধ করছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) অবরোধের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আশপাশের সড়কের তীব্র যানজট। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থতো লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে। হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।
সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।