বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাতকে শুভেচ্ছা জানিয়ে এক স্ট্যাটাসে এ খবর জানান আরেক সমন্বয়ক ও হাসনাতের বন্ধু সারজিস আলম। তবে কাকে বিয়ে কিরেছেন সে তথ্য জানাননি সারজিস।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত ৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী ৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রী’র দায়িত্ব গ্রহণ করছো ৷
দাম্পত্য জীবন সুখের হোক ৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন ৷’
এর আগে গতকাল (শুক্রবার) হাসনাত আব্দুল্লাহ মজার ছলে ফেসবুকে পোস্ট করেছিলেন, ’শুনলাম আজ রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ এর গায়ে হলুদ, সারজিস আলমের এর বিয়ে আর নাহিদ ইসলাম এর মেঝো ছেলের সুন্নতে খৎনা’
তবে সেই পোস্টটি মজার ছলে করলেও নিজের বিয়ে ঠিকই সারলেন হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মূল কারিগরদের একজন তিনি।