রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ আগামীকাল (৮ অক্টোবর) সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
নবীনবরণের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. অবায়দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন নাসিমা আখতার এবং জীববিজ্ঞান অনুষদের ডিন গোলাম মোর্ত্তুজা।
অতিথিদের আলোচনা শেষে দুপুর ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এবিষয়ে নবীনবরণের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আমিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো থেকে গত ২২ সেপ্টেম্বর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টাল ক্লাসের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয়। আমরা আগামীকাল সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ করবো। সেখানে তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করে নিবো।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্ব স্ব ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুধু হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস।