The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবির ৭ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) ৭ টি আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নতুন ৭ প্রভোস্ট হলেন- শহীদ তাজউদ্দীন আহমদ হলে ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী, শেখ রাসেল হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, শেখ হাসিনা হলে দর্শন বিভাগের অধ্যাপক তারেক চৌধুরী, ফজিলাতুন্নেছা হলে গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বীর প্রতীক তারামন বিবি হলে গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং প্রীতিলতা হলে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা।

সবাইকে সার্বক্ষনিক ক্যাম্পাসে অবস্থানের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রচলিত নিয়মে সুবিধা ভোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময় এ নিয়োগ বাতিল করা যাবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পলায়নের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যহতি নেন এসব হলের প্রভোস্ট।

You might also like
Leave A Reply

Your email address will not be published.