আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে তাদের তিরস্কার করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি যদি দায়িত্বে থাকতাম, তাহলে ইরান ইসরাইলের ওপর এ হামলা কখনই করত না।
মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প। মার্কিন অনলাইন পোর্টাল দ্য হিল এই খবর জানিয়েছে।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব।
এ সময় কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, কমলা যদি আরও চার বছর সুযোগ পান, তবে পৃথিবী ধোঁয়ায় হারিয়ে যাবে। তিনি যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে।
ট্রাম্প বলেছিলেন, দীর্ঘকাল ধরেই আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। আমি ভবিষ্যদ্বাণী করতে চাই না। কেননা সেগুলো সত্য হয়ে যায়। তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি।