The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পুলিশে ৪২০০ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু আজ

জব ডেস্ক: বাংলাদেশ পুলিশ ৪২০০ পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেবে । ৬৪টি জেলার পুরুষ ও নারী প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। এসএসসি পাস হলেই করা যাবে আবেদন। অনলাইনে আবেদনপ্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

কোন জেলায় কত পদ :

সবচেয়ে বেশি নিয়োগ হবে ঢাকা (৩৫১), চট্টগ্রাম (২২২), কুমিল্লা (১৫৭), ময়মনসিংহ (১৪৯) এবং টাঙ্গাইল (১০৫) জেলায়। এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৯৯ জন, মানিকগঞ্জে ৪১, মুন্সীগঞ্জে ৪২, নারায়ণগঞ্জে ৮৬, নরসিংদীতে ৬৫, ফরিদপুরে ৫৬, গোপালগঞ্জে ৩৪, মাদারীপুরে ৩৪, রাজবাড়ীতে ৩১, শরীয়তপুরে ৩৪, কিশোরগঞ্জে ৮৫, জামালপুরে ৬৭, নেত্রকোনায় ৬৫, শেরপুরে ৩৯, বান্দরবানে ১১, কক্সবাজারে ৬৭ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৮৩ জন, চাঁদপুরে ৭১, খাগড়াছড়িতে ১৮, ফেনীতে ৪২, লক্ষ্মীপুরে ৫০, নোয়াখালীতে ৯১, রাঙামাটিতে ১৭, রাজশাহীতে ৭৬, জয়পুরহাটে ২৬, পাবনায় ৭৩, সিরাজগঞ্জে ৯০, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, বগুড়ায় ৯৯, রংপুরে ৮৪, দিনাজপুরে ৮৭, গাইবান্ধায় ৬৯, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ৩৬, নীলফামারীতে ৫৩, পঞ্চগড়ে ২৯, ঠাকুরগাঁওয়ে ৪১, খুলনায় ৬৮, যশোরে ৮১, ঝিনাইদহে ৫২, মাগুরায় ২৭, নড়াইলে ২১, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৮, চুয়াডাঙ্গায় ৩৩, কুষ্টিয়ায় ৫৭, মেহেরপুরে ১৯, বরিশালে ৬৮, ভোলায় ৫২, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৬, পটুয়াখালীতে ৪৫, সিলেটে ১০০, মৌলভীবাজারে ৫৬, সুনামগঞ্জে ৭২ ও হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের লিংক : http://police.teletalk.com.bd

You might also like
Leave A Reply

Your email address will not be published.