The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা অর্জনকে সহজ করছে বী গ্লোবাল কনসালটেন্সি

আফিফ আইমানঃ বর্তমান বিশ্বায়নের যুগে পুরো বিশ্ব যখন সবার হাতের মুঠোয় তখন সমান তালে বাড়ছে দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ইচ্ছে। কিন্তু বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়ন করা অনেক সময়ই জটিল ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের ওয়ান স্টপ সেবা প্রদানে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় বী গ্লোবাল কনসালটেন্সি।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে। বিদেশে উচ্চশিক্ষা, সাধ্য অনুযায়ী প্রোগ্রাম ও ডেস্টিনেশন বাছাই, শিক্ষা বৃত্তি এবং ভিসা প্রসেসিং সার্ভিস ছাড়াও একজন শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যা যা প্রয়োজন সবকিছুই পাওয়া যাবে এখানে। বী গ্লোবাল কনসালটেন্সি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিশ্বের নানা দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ প্রদান করে। তারা উচ্চমানের শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করে, যেখানে শিক্ষার্থীরা তাদের আর্থিক সামর্থ্যের মধ্যে পড়াশোনা করতে পারে। এছাড়াও, তারা বিভিন্ন বৃত্তি পাওয়ার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করে।

বী গ্লোবাল কনসালটেন্সির চেয়ারপার্সন নুসরাত জাহান জানান, “আমাদের লক্ষ্য বেশ সহজ। আমরা চাই আন্তর্জাতিক শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করতে। আমরা চাই দেশের শিক্ষার্থীদের জন্য এমন একটি সম্ভাবনার দাড় উন্মুক্ত করতে যাতে তারা বিশ্ব জুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।

বী গ্লোবাল কনসালটেন্সির একটি অনন্য বৈশিষ্ট্য হলো তাদের ওয়ান টু ওয়ান কাউন্সেলিং সাপোর্ট। প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষার্থীর জন্য বিশেষায়িত পরামর্শ প্রদান করে, যাতে তাদের ইচ্ছা ও যোগ্যতা অনুযায়ী সঠিক প্রতিষ্ঠান ও কোর্স নির্বাচন করা যায়। বী গ্লোবাল কনসালটেন্সির চীফ বিজনেস অফিসার আফসানা রাত্রী মিশু বলেন “প্রতিটি শিক্ষার্থী অনন্য, তাই তাদের চাহিদাও আলাদা, আমরা প্রত্যেকের আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করি এবং সেই অনুযায়ী পরামর্শ দিই।” বি গ্লোবাল কনসালটেন্সির টিম বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান রাখে। এই বিশেষজ্ঞতা, আইইএলটিএস প্রস্তুতি থেকে শুরু করে ভিসা সহায়তা পর্যন্ত তাদের সার্বিক সেবা, প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ ক্ষেত্রে অনন্য করে তুলেছে।

শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি তাদের ল্যাংগুয়েজ হাব এর মাধ্যমে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের IELTS, TOEFL সহ বিশ্বজুড়ে গৃহীত নানা ভাষা দক্ষতা কোর্স ফ্রি তে করিয়ে থাকে।

“আমরা শুধু একটি কনসালটেন্সি ফার্ম নই,” বলেন নুসরাত জাহান। “আমরা প্রতিটি শিক্ষার্থীর উচ্চশিক্ষার পুরো জার্নিতে একজন সঙ্গী, তাদের সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।” বী গ্লোবাল কনসালটেন্সি শিক্ষার্থীদের সর্বোচ্চ সফলতা অর্জনের লক্ষ্যে কাজ করে। সঠিক কোর্স নির্বাচন থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া বা ভিসা প্রয়োজনীয়তা পূরণ – প্রতিটি ক্ষেত্রে তারা শিক্ষার্থীদের পাশে থাকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.