The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪

৬ মাসেও হয়নি ফলাফল, বাকৃবির করিম ভবনে তালা দিল শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি: পরীক্ষা দেওয়ার ৬ মাস পার হয়ে গেলেও ফলাফল দিতে পারেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগ। ক্ষুব্ধ হয়ে প্রথমে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেন ওই বিভাগের স্নাতকোত্তর থিসিস সেমিস্টারের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর খাতা না জমা দেওয়ার কারণে ফলাফল আটকে রয়েছে। এছাড়াও পরে শিক্ষার্থীরা করিম ভবনটি (যে ভবনে রসায়ন বিভাগ রয়েছে) তালা দিয়ে দেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা করিম ভবনে তালা দেন। এতে বিপাকে পরেন অন্য শিক্ষার্থীরা। দুপুর ২ টায় ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এসময় পরীক্ষার্থী শিক্ষার্থীদের বাইরে দাড়িয়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, মার্চের ২৪ তারিখ আমরা পরীক্ষা শেষ করেছি। এদিকে অক্টোবরের ৭ তারিখ আমাদের থিসিসের জন্যে ফর্ম পূরণের নোটিশ দিয়েছেন। কিন্তু ফলাফল ছাড়া ফর্ম পূরণ করা যাবে না। ড. মো. আখতার হোসেন চৌধুরী আমাদের দুটি কোর্সের শিক্ষক ছিলেন। তার সেই দুটি কোর্সের খাতা জমা না দেওয়ার কারণে ফলাফল দিতে দেরি হচ্ছে। তিনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না। এমনি এখন তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমরা আজকেই ফলাফল চাই।

কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী আকতার বলেন, তাকে বিভাগ থেকে ৩ বার নোটিশ দিয়ে খাতা চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি জমা দেননি। সর্বশেষ ৩ সেপ্টেম্বর তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি খাতা জমা দিলেই আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।

এ বিষয়ে কথা বলার জন্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীকে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উপাচার্যের আশ্বাসে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ টার আগেই তালা খুলে দেন। এতে পরীক্ষার্থী শিক্ষার্থীরা পরীক্ষায় বসেন। পরে কৃষি রসায়ন বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি দ্রুত ফলাফল চাই। এজন্যে আগামী ১ অক্টোবর দুপুর ১২ টার মধ্যে বিভাগীয় প্রধানের কাছে খাতা জমা দিতে হবে এবং ২ তারিখ ফলাফলা দিতে হবে। এর ব্যতিক্রম হলে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.