The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪

শাহজালাল বিমানবন্দরের আশপাশকে ‘নীরব এলাকা’ ঘোষণা

শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন।

তিনি বলেন, এ সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সংগতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.