বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। দীর্ঘ সময় অপেক্ষা করেও বৃষ্টি থামার কোনো লক্ষ্মণ না দেখলে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।
তৃতীয় দিনে ৩ উইকেট খরচায় ১০৭ রানে ব্যাট করতে নামবে বাংলাদেশ। ৪০ রানে মুমিনুল হক ও ৬ রানে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।
এর আগে, চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর কানপুরে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১ ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামলে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর লাঞ্চ বিরতির পর অধিনায়ক নাজমুল শান্ত ফিরে যান ৩১ রান করে। খানিক পর বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা। প্রথম দিনে মোট ৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশ।
প্রথম দিন অল্প খেলা হওয়ায় দ্বিতীয় দিনে ম্যাচের দৈর্ঘ্য বাড়াতে আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল ম্যাচ। তবে রাত থেকে টানা বৃষ্টি পড়লে মাঠে এসেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয় দু’দলের ক্রিকেটারদের। পরে বৃষ্টি না থামলে বাতিল হয় দিনের খেলা।