রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. মাহিবুল ইসলাম (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাহিবুল বারডেম মেডিক্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে মীর হাজিরিবাগ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মাহিবুল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুনতমি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে।
পরিবারের সাথে যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ ভাড়া বাসায় থাকতেন তিনি। মৃতের খালা কুলসুম আক্তার শিখা বলেন, ‘ভাগ্নে শাহবাগ বারডেম মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল সন্ধ্যায় হোস্টেল থেকে বাসায় এসে সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করেছিল। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার শয়ন কক্ষে চলে যায়।
এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের খুলে দেখা যায় সে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে কি কারণে এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে স্বজনরা কিছু বলতে পারেননি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।