জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ( ৫৩ তম আবর্তনের) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১৯টি আসন ফাঁকা রেখেই অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনার সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি দ্যা রাইজিং ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিভিন্ন ইউনিটে এখনও ১৯ টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে ছেলেদের ১০ টি ও মেয়েদের ৯ টি আসন।
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার সচিব জানান, কেন্দ্রীয় ভর্তি পরিচালনার আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে আমরা আর শিক্ষার্থী ভর্তি করাব না। এ পর্যন্ত আমরা ৫ টা মেধা তালিকা প্রকাশ করেছি। ২০ অক্টোবর থেকে তাদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
You might also like