বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসী বিভাগের আয়োজনে ২৫ সেপ্টেম্বর (বুধবার) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস” পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো “PHARMACISTS MEETING GLOBAL HEALTH NEEDS”
এদিন সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন।
দিবসটি উপলক্ষ্যে “ফার্মেসী এসোসিয়েশন” এর উদ্যোগে ফার্মা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানে বিভাগের প্রথম বর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
পুরষ্কার বিতরনী শেষে একাডেমিক ভবনের সেমিনার রুমে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন এবং কি-নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন আরএসএস (ইউএসপি বাংলাদেশ) এর সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মেহেদী হাসান।
আলোচনা সভায় বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি তার সাবলীল বক্তব্যর মাধ্যমে একজন আদর্শ ফার্মাসিস্ট এর নীতি নৈতিকতা ও জাতির প্রতি তার দায়বদ্ধতা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তিনি সকল শিক্ষার্থীদের একজন যোগ্য ফার্মাসিস্ট হিসাবে নিজেদের গড়ে তোলার অনুপ্রেরণা প্রদান করেন।
তিনি আরো বলেন, এদেশের ফার্মাসিস্টরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে কারণ বাংলাদেশ নিজেদের ঔষধের চাহিদার সিংহভাগই নিজেরা পূরণ করে দেশের বাইরে রপ্তানি করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভাগের সহোযোগী অধ্যাপক ড. রেজিনা রউফ, সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক খাদিজা আক্তার, প্রভাষক সাদিদ হোসেন স্নিগ্ধ এবং সামিয়া জামান তন্নী।
দিনের শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের কথা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই আয়োজন হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে “আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন” প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে প্রস্তাব করা হয়। ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে “তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন” ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস পালনের জন্য প্রস্তাব করে। এই প্রস্তাব কাউন্সিল কতৃক সর্বসম্মতি ক্রমে গৃহীত হওয়ার পর ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।
Next Post
You might also like