বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে আরেক ধাপ এগোলেন লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। তার জন্য ইংলিশ এফএ-র কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। এবার সে আহ্বানে সাড়া দিয়ে হামজাকে অনাপত্তিপত্র দিয়েছে এফএ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
এর আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন হামজা। এবার ইংল্যান্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার পথ আরও সুগম হলো তার।
এবার হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
প্রসঙ্গত, হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। যেহেতু ইংল্যান্ডের যুব দলে খেলেছেন, তাই অন্য দেশের হয়ে খেলতে হলে দেশটির অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল তার।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলছেন ২৬ বছর বয়সি হামজা।