মেহরাব হোসেন, ববি প্রতিনিধি: দীর্ঘ একমাস সময় ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ থেকে শুরু করে শীর্ষ পদগুলো শূন্য থাকায় দ্রুত উপাচার্য
নিয়োগের ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বরিবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত উপাচার্য নিয়োগের এ আল্টিমেটাম দেয় তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা লক্ষ্য করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ প্রশাসনিক প্রায় সকল পদ শুন্য হয়ে আছে। যার দরুন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে সৎ, যোগ্য এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী চেতনায় উজ্জীবিত একজন ভিসি নিয়োগ দেয়ার আহবান জানাচ্ছি।”
আরো বলা হয়, “আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি নিয়োগ দেয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
শিক্ষার্থীরা জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ এবিষয়ে বলেন, আমরা দেখেছি ঢাবি, চবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। আমরা আশা করেছিলাম অন্তত চলতি সপ্তাহের প্রথমদিন আমাদের বিশ্ববিদ্যালয়েও উপাচার্য আসবেন কিন্তু কোনো এক অজানা কারণে সেরকমটি হয়নি।তাই আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের কথা তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ব্যাপারে আহবান জানানো দরকার। আহবানে সাড়া না পেলে আমরা আন্দোলনের কথাও ভাবছি।”