ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের (পরিবেশ পরিষদ) সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, ডাকসু নির্বাচন কেন্দ্রীক জটিলতাসহ নানা বিষয়ে আলোচনার জন্যই এ সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে রাজনীতি করা সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস দ্যা রাইজিং ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের একটি সভা হয়েছে । সাড়ে ১১ টায় হওয়ার কথা থাকলেও পরে সেটি সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।ছাত্র রাজনীতি, ডাকসু নির্বাচনসহ কয়েকটি বিষয়ে আলোচনার জন্যই হয়তো এই মিটিং।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিকও একই কথা বলেন। সভা শেষে তারা বলেন পুরো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আরো কিছুক্ষণ পরে।
You might also like