ক্যাম্পাস প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হন আব্দুল্লাহ্। তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ হামিদ।
আব্দুল্লাহ্ রাজধানী পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গতকাল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি এই অর্থ প্রদান করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে।
পরবর্তীতে সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একটি প্রতিনিধি দল নিয়ে সিএমএইচে হাসপাতালে যান। সেখানে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদকর বিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে আব্দুল্লাহ্’র বাবার হাতে এই অর্থ বুঝিয়ে দেন।
জানা গেছে, গত ৫ই আগষ্ট (সোমবার) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে মারাত্মক ভাবে আহত হন আব্দুল্লাহ্। ঐদিন বংশাল থানা রোডে আন্দোলন চলাকালীন সময়ে ব্যপকভাবে গুলিবর্ষণ করেন পুলিশ সদস্যরা। তখন মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।