The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগসহ স্বৈরাচারের সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অতিদ্রুত স্বৈরাচারের সহযোগীদের সরকারের কাছে বিচারের দাবি জানান তারা।

১৪ আগস্ট বুধবার দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিয়েছেন।সমাবেশে শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব শেখ হাসিনা সহ তার সহযোগী সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারের দোসর, সহযোগীরা দেশের মানুষের উপর হামলা, মামলা, নির্যাতন, জুলুম করেছে আমরা দাবি জানাই, তাদের গ্রেফতার করতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ না হবে ততদিন পর্যন্ত ঢাকা কলেজসহ সারা দেশের ছাত্রসমাজ রাজপথে থাকবে। সজাগ থাকবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.