নাইমুর রহমান, জবি: সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়,ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক রইস উদ্দিন বলেন,দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে।এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন,আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্যে দিয়ে গেছে।আলহামদুলিল্লাহ গতকাল আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া।আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্থ মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনও ভুলবো না।আল্লাহ যেনো তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।