সারাদেশে চলমান সংঘর্ষ ও সহিংসতার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক। তাই এবার নাগরিক ও রাজনৈতিক শক্তির মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক অন্তর্বতীকালীন সরকার গঠন করার আহ্বান জানিয়েছে এ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক।
আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলানয়তনে এক সংবাদ সম্মেলনে এই রূপরেখা দেয় এ সংগঠনটি।
এ সময় শিক্ষদের লিখিত আকারে রূপরেখাটি পাঠ করেন অধ্যাপক আনু মুহাম্মাদ। তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর নৃশংস জোর-জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’
আনু মুহাম্মাদ আরও বলেন, ‘সরকার গঠনের ৬ মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে, যে সংবিধানে স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, জনবিদ্বেষী, বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকারের পক্ষে অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করাসহ পাঁচটি রূপরেখা ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওর্য়াক।’